বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সাদাছড়ি ব্যবহার করি নিরাপদে পথ চলি এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন ও জেলা সমাজসবা কার্যালয় বরিশাল এর আয়োজনে, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর আমতলা মোড় চত্বর থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে সমাজসেবার অন্ধ স্কুলে গিয়ে শেষ হয়। পরে শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর সেমিনার কক্ষে আলোচনা সভা এবং সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, মোঃ সহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ, কাজী জাহাঙ্গীর কবির, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন শিশু পরিবারের কর্মকর্তা এবং শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন। আলেচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্ধ স্কুলের অন্ধ শিক্ষাথীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর