শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

জুলাইযোদ্ধা হাদির মৃত্যুতে ইসলামী আ‌ন্দোল‌নের শোক

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদি মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

 

বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) এক শোকবার্তায় তি‌নি বলেন, ‍“আমি ওসমান হা‌দির  শোকাহত পরিবার,স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উচু মাকামের জন্য দোয়া করছি।”

“ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি,” বলেন তিনি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “ওসমান হাদীর হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে।  ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।”

ইসলামী ছাত্র আন্দোলনের শোক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ শরিফ ওসমান বিন হাদি মৃত্যুতে শোক প্রকাশ ক‌রে বলেন, “ভারতীয় রাজনৈতিক ও কালচারাল আধিপত্যবাদবিরোধী একজন সাহসী, সংগ্রামী ও আপোষহীন চেতনার প্রতীক ছিলেন শরিফ ওসমান হাদি; যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের পথে নিজের জীবন উৎসর্গ করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদী তথা মুক্তির যে লড়াইয়ের বার্তা তিনি দিয়েছেন সে লড়াই প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। তার আদর্শ, ত্যাগ ও আত্মনিবেদন আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর