চতুর্থ বারের মত সেরা অফিসার হলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের এ এস আই কামরুল ইসলাম
আজ নগরীর বরিশাল মেট্টোপলিটন পুলিশ-(বিএমপি) হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএমপি পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সভাপতিত্বে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এএসআই কামরুল ইসলামের হাতে ক্রেষ্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল ইসলামসহ আরও অনেকে।
এর আগেও তিনি ৩ বার সেরা অফিসার নির্বাচিত হন এবং তাকে সফলতার কারণে তাকে সেই মাসেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছিল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়- কোতয়ালী মডেল থানার এএসআই কামরুল ইসলাম সেপ্টেম্বর মাসে সর্বাধিক গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করেন।
এছাড়া এএসআই কামরুল ইসলাম কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে সাহসী ভুমিকা রেখে বহুবার প্রসংশিত হয়েছেন।