কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা প্রকৌশলীর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী ওয়াং বিন (৫৩) হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সিইসিসি ক্যান্টিনের সম্মুখে বসে অসুস্থ্য হয়ে পড়ে।
তাৎক্ষনিক কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। ওয়াং বিন চায়নার জিয়াংসুর সাংনজি এলাকার বাসিন্দা।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার জে,এইচ,খান লেলীন জানায়, নিহত বিদেশী প্রকৌশলী অস্বাভাবিক স্বাস্থ্যবান। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম কালের কন্ঠকে জানায়, নির্মানাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম প্রকৌশলী ওয়াং বিন স্বাভাবিক ভাবে মৃত্যু বরণ করেছেন বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। নিহতের লাশ সংশ্লিস্ট বিসিপিসিএল বিদ্যুৎ কেন্দ্র নির্মান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।