সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

ড. দেবপ্রিয়কে প্রধান করে ১১ সদস্যের শ্বেতপত্র প্রস্তুতি কমিটি গঠন

রিপোর্টারের নাম / ১৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

প্রস্তুত কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর এ কে এনামুল হক, ফেরদৌস আরা বেগম, ইমরান মতিন, ড. কাজী ইকবাল, ড. এম তামিম, ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রফেসর মুস্তাফিজুর রহমান, ড. সেলিম রায়হান,  ড. শারমিন্দ নীলর্মী, ড. তাসনিম আরেফা সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন প্রমুখ।

এর আগে এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর