মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠন হচ্ছে: ড. ইউনূস

রিপোর্টারের নাম / ২৪৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা জানান।

তিনি বলেন, জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশ-বিদেশের সবাইকে এ ফাউন্ডেশনে অনুদানের অনুরোধ জানাচ্ছি। আমি নিজে এ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতার ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই বিচার করে ফেলার যে এক ধরনের প্রবণতা সেখান থেকে বের হতে হবে।

 

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে। বাংলাদেশকে যেন আর কেউ কোনোদিন পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর