শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

আহত ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

রিপোর্টারের নাম / ৪১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা (প্রয়োজনে সীমিত পরিসরে আর্থিক সহায়তা) প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে জরুরী চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের নিকটস্থ সিএমএইচ এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছে আন্ত: বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

যোগাযোগের নম্বরগুলো হলো:-

ঢাকা এরিয়া: ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮বরিশাল এরিয়া: ০১৭৬৯০৭২০৭২, ০১৭৬৯০৭২০৫৮

সাভার এরিয়া: ০১৭৬৯০৯২০৭০, ০১৭৬৯০৯২০৫৮

কক্সবাজার এরিয়া: ০১৭৬৯১০২০৭০, ০১৭৬৯১০২০৫৮

বগুড়া এরিয়া: ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২০৫৮

সিলেট এরিয়া: ০১৭৬৯১৭২০৭০, ০১৭৬৯১৭২০৫৮

ঘাটাইল এরিয়া: ০১৭৬৯১৯২০৭০, ০১৭৬৯১৯২০৫৮

চট্টগ্রাম এরিয়া: ০১৭৬৯২৪২০৭২, ০১৭৬৯২৪২০৫৮

কুমিল্লা এরিয়া: ০১৭৬৯৩৩২০৭০, ০১৭৬৯৩৩২০৫৮

যশোর এরিয়া: ০১৭৬৯৫৫২০৭০, ০১৭৬৯৫৫২০৫৮

রংপুর এরিয়া: ০১৭৬৯৬৬২০৭০, ০১৭৬৯৬৬২০৫৮

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর