সর্বশেষ আপডেট
বরিশালে শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী
আজকের শিশু আনবে আলো বিশ্বটাকে রাখবে ভালো এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর সোমবার বিকাল ৩ টায়। জেলা প্রশাসন বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বরিশালের সহযোগিতায়। শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল, অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সধারন সম্পাদক এনসিটিএফ বরিশাল, নাদিয়া জাহান মুনা, শিশু একাডেমি ও এনসিটিএফ এর সদস্যরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সকল অতিথিদের অংশগ্রহণে এক আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণী করেন প্রদান অতিথি জেলা প্রশাসক। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর