মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

তিস্তার পানি বিপৎসীমার নিচে

রিপোর্টারের নাম / ৪৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

চোখ রাঙানো বন্ধ করেছে তিস্তা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ৩টার দিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে এ নদীর পানি প্রবাহিত হচ্ছে।

 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে গতকাল রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। যা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। বেলা ১২টার পর থেকে কমতে শুরু করে তিস্তার পানি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সকালে নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকা প্লাবিত হয়েছিল। বর্তমানে পানি কমতে শুরু করেছে। তবে অনবরত বৃষ্টির কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, তিস্তার পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো দ্রুত মেরামতের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর