বরিশালে ৬ হাজার ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট সুমন গ্রেফতার
বরিশালে বিপুল পরিমানের ইয়াবাসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ সাজ্জাদ হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন নগরীর ২৬ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, সোমবার নগরীর ২৬নং ওয়ার্ডের এপোলো মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় সুমনের বাসা থেকে ৬ হাজার ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এসআই রাকিব হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন স্যারের নির্দেশনায় সুমনের বাসায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ’ ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামী সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।