বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে বাংলাদেশ সফরে আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য মস্কোর প্রচেষ্টার অংশ হিসাবে দেখা হচ্ছে বলে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ল্যাভরভ ৭ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পরের তিনি তিনি একটি প্রতিনিধিদল নিয়ে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘এই সফরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্য এবং জ্বালানিসহ সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এবং ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময়ের পরিকল্পনা করা হয়েছে।’