মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শনিবার বরিশালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

রিপোর্টারের নাম / ২৬৬ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

 আগামী ৩১শে আগস্ট ২০১৯ইং তারিখ রোজ শনিবার বরিশাল নগরীর অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত জানা যায়, আগামী ৩১/০৮/২০১৯ইং তারিখ রোজ শনিবার বরিশাল নগরীসহ আশেপাশের বেশ কিছু স্থানে বিদ্যুৎ সার্কিট এর রক্ষণাবেক্ষন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিম্নে বিজ্ঞপ্তিটি হুবহু তুলে দেয়া হল-

সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো, বরিশাল দপ্তরাধীন দপদপিয়া ৩৩ কেভি ১ম সার্কিট এর পূর্ণবাসন কাজের জন্য আগামী ৩১/০৮/২০১৯ইং তারিখ রোজ শনিবার সকাল ৭.০০ টা হইতে বিকাল ৩.০০ টা পর্যন্ত ৩৩ কেভি দপদপিয়া ১ম সার্কিট, ৩৩ কেভি দপদপিয়া ২য় সার্কিট, ৩৩ কেভি অলিম্পিক সিমেন্ট লিঃ, ৩৩ কেভি গ্লোবাল ক্যাপসুল লিঃ, ৩৩ কেভি অপসোনিন ফার্মা লিঃ, ৩৩ কেভি চরকাউয়া (পবিস), ১১ কেভি দপদপিয়া, ১১ কেভি গ্যাস টার্বাইন, ১১ কেভি অলিম্পিক ফাইবার লিঃ, ১১ কেভি কালিজিরা ও ১১ কেভি ধান গবেষণা ফিডার বন্ধ থাকবে।

ফলে গ্যাসটারবাইন বিদ্যুৎ কেন্দ্র, গ্যাসটারবাইন এলাকা, জাগুয়া বটতলা, পটুয়াখালী সড়ক, ধান গবেষণা সড়ক, মুক্তিযোদ্ধা সড়ক, শের-ই-বাংলা সড়ক, কালিজিরা, সাগরদী ও রূপাতলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও উক্ত সময়ে রূপাতলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পূর্ব পার্শ্বের বাস শাট-ডাউনের কারনে ৩৩ কেভি বাকেরগঞ্জ, ৩৩ কেভি মুলাদী (পবিস), ৩৩ কেভি কাশিপুর, ৩৩ কেভি টি আর-৪ ফিডার সমূহ বন্ধ থাকবে। পূর্ব পার্শ্বের বাস শাট-ডাউনের কারনে টি আর-৪ বন্ধ থাকায় ১১ কেভি আলেকান্দা, সার্কিট হাউজ, সিএন্ডবি, মেডিকেল, সোনারগাঁও ফিডার সমূহ আংশিক লোড শেড হবে ফলে নগরীরর অত্র ফিডারাধীন এলাকা সমূহে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।

সম্মানিত গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ বন্ধের কারনে কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর