মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বরিশালে মাছের ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নিঁখোজের পরদিন সকালে বরিশাল সদর উপজেলার কড়াপুরে মাছের ঘের থেকে রুবি আক্তার (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।

এর আগে সকালে স্থানীয়রা রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকার আজাদের মাছের ঘেরে ওই নারীর মরদেহ দেখতে পান।

মৃত রুবি আক্তার ওই এলাকার বাসিন্দা ও দোকান শ্রমিক বাবুল বেপারীর স্ত্রী।

বাবুল কারিগর জানান, এক ছেলে ও এক মেয়ের জননী রুবী। সোমবার ইফতার শেষে ইউপির বৌশের হাট বাজারের পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কোন সন্ধান না পেয়ে রাতে খোঁজা-খুঁজি করাও হয়। তবে আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহটি আজাদের মাছের ঘেরে দেখতে পান।

বাবুল বলেন, তার সাথে কারো কোন শত্রুতা নেই। কি হয়েছে তিনি তা জানেনও না তাই এ মুহুর্তে কোন অভিযোগও নেই।

বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন রহস্যজনক। শরীরে কোন আঘাতে চিহৃ নেই। সরাসরি হত্যাও বলতে পারছি না। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড দাবি করলেও ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর