মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্ব পালন করতে প্রস্তুত পুলিশ : বরিশালে আইজিপি

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়ন করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১৫ মার্চ) বিকেল পৌনে ৫টায় বরিশালের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ বছর ধরেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশে সকল শ্রেনী পেশার মানুষ ও প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়ন করতে সক্ষম হয়েছেন।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে সাংবাদিক নিরযাতনের ঘটনায় সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ কারণ সাংবাদিকদের সাথে নিয়ে প্রতিটি ভালো কাজ আমরা করে থাকি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমীন উল আহসান,রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম,র‍্যাব-৮ এর অধিনায়ক আবুল বাশার, পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ প্রধান আরও বলেন, নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছেন। এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নির্মাণাধীন লাইন্সে বৃক্ষ রোপণ করেন আইজিপি। এছাড়া বরিশাল রেঞ্জ পুলিশ ও মেট্রো পুলিশের কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহন করেন পুলিশ প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর