মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নারী নিহত

রিপোর্টারের নাম / ২৮৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

ঝালকাঠিতে পিকআপ ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে শাহনাজ আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে শহরের পেট্রোলপাম্প মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত শাহনাজ আক্তার নলছিটি উপজেলার রায়াপুর এলাকার জামাল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড় থেকে রায়াপুরের দিকে যাচ্ছিলো অটোরিকশাটি। পেট্রোলপাম্প মোড়ে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মো. শহিদ (৪৮), যাত্রী শাহনাজ আক্তার (৪০), পারভীন আক্তার (৪০), কোহিনুর বেগম (৪৫) ও পিকআপ চালক রুবেল (৩০) আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের মধ্যে দুই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং দুই চালককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা করেন। দুপুরে অবস্থার অবনতি হলে শাহনাজ আক্তারকে ঢাকায় পাঠানোর সময় গৌরনদী এলাকায় তাঁর মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, পিকআপ চালক রুবেলকে আটক করা হয়েছে। পিকআপটিও জব্দ করা হয়েছে। ওই ঘটনায় কেউ মামলা করেননি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর