ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া অসুস্থ হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

 

সামাজিকমাধ্যমে তার পোস্ট থেকে জানা যায় তিনি চেন্নাইয়ের এপোলো হাসপাতালে ভর্তি আছেন। নাদিয়া লিখেছেন, প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।

তবে তার অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। সে সময় জানা গিয়েছিল গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কয়েকদিন হাসপাতাল থাকার পর সুস্থ হয়ে বাসায় ফেরার খবরও জানিয়েছিলেন অভিনেত্রী। এর মাস দুয়েক না পেরোতেই আবারো হাসপাতালে ভর্তি হতে হলো নাদিয়াকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here