বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

পটুয়াখালী জেলা বার নির্বাচন : সভাপতি ইউনুচ, সম্পাদক জাকির

রিপোর্টারের নাম / ৭৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো: ইউনুচ আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে মো: জাকির হোসেন মনজু মৃধা নির্বাচিত হয়েছেন। দু‘জনই বিএনপি সমর্থিত প্রার্থী।

মঙ্গলবার (২৮ ফেবব্রুয়ারি) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণে ৪৬৭ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নয়টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি এবং আওয়ামী লীগ সহ-সভাপতিসহ চারটি পদে বিজয়ী হয়েছে।

এ নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো: ইউনুচ আলী মোল্লা ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো: মুজাহিদুল ইসলাম জাহিদ পেয়েছেন ১৮৬ ভোট। সহ-সভাপতি পদে আওয়ামী লীগের আব্দুস সালাম ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো: শহিদুল্লাহ পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপির মো: জাকির হোসেন মনজু মৃধা ২৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের উজ্জল কুমার বসু পেয়েছেন ১৯৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক দুটি পদে বিএনপির মো: জাহিদুল ইসলাম রকি ২৫৬ ভোটে এবং আওয়ামী লীগের ফেরদৌস আরা বেগম ২০৫ ভোটে নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে বিএনপির মো: আনোয়ার হোসাইন ২৩৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দীপক চন্দ্র হালদার পেয়েছেন ২১০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগের মো: শাহীন আলম ২৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গাজী মো: আল আমীন পেয়েছেন ২০৫ ভোট। দুটি সদস্য পদে বিএনপির মো: তরিকুল ইসলাম শামিম ২৫৮ ভোটে এবং আওয়ামী লীগের প্রার্থী আবু তালেব রাসেল ২১৫ ভোটে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর