বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়ণে লক্ষ্যে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৬৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারীত্বে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়লগ (পি ফর ডি) প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম পটুয়াখালীর আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ আব্দুল্লাহ সাদিদ, জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান। পটুয়াখালী ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম নুরুল ইসলাম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহজালাল পটুয়াখালী, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র চন্দ্র দত্ত, জেলা জাসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলীপ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মাহফুজা ইসলাম এবং এর সভা মনিটরিং করেন পি ফর ডি প্রকল্পের আঞ্চলিক কোর্ডিনেটর শবনম মোস্তফা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর