বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেট কাটেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন।

সাধারণ সম্পাদক কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, আনন্দ বাজার পত্রিকার পশ্চিমবঙ্গের সাংবাদিক ও লেখক নন্দিতা আচার্য চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাসিন উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান (সম্পাদক-দৈনিক সত্য সংবাদ), সুশান্ত ঘোষ (ডেইলি স্টার ও দেশ টিভি প্রতিনিধি), মোহাম্মদ আলী জসিম (আরটিভির প্রতিনিধি), নজরুল বিশ্বাস (চ্যানেল নাইন প্রতিনিধি), বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি হুমায়ুন করিব, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি গাজী শাহিয়াজ, প্রথম আলো বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরণ ও কালের কন্ঠের বরিশাল ব্যুরো রফিকুল ইসলাম প্রমুখ।

রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে প্রাচীন সংবাদপত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত তথ্য ও আলোকচিত্রের ডকুমেন্টরি ডিসপ্লে উপকরণ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা দলমত নির্বিশেষে শতভাগ পেশাদারিত্বের মনোভাব ও সবার সহযোগিতায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান, একই সঙ্গে সম্প্রতি সরকার ঘোষিত সরকারি পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট মিডিয়া কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

বরিশালে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় বিআরইউ’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর