বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ভালোবাসা দিবসে এন আর রাজুর ‘প্যারাসিটামল’

রিপোর্টারের নাম / ৮৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ভিন্ন ধাঁচের প্রেমের গান ‘প্যারাসিটামল’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এন আর রাজু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

‘আমার এখন সুখের অসুখ, ভীষণ প্রেমের জ্বর/ মনের সঙ্গে শরীর কাঁপে, সখী আমায় ধর/ হঠাৎ মুখে হাসি ফোটে, হঠাৎ চোখে জল/ তুই আমার ওষুধ, সখী তুই মনের বল/ তুই আমার তিনবেলার প্যারাসিটামল’— এমন কথার গীতিকাব্যটি রচনা করেছেন রফিক মুয়াজ্জিন।

গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক তমাল হাসান।

গীতিকার রফিক মুয়াজ্জিন রাইজিংবিডিকে বলেন, ‘‘তুমি চলে গেলে, বলে গেলে না— এমন ক্লিশে শব্দমালার বাইরে এসে নতুন আঙ্গিকে গানটি লেখার চেষ্টা করেছি। প্রেম এমন এক ধরনের সুখানুভূতি, যা সবার কাঙ্ক্ষিত। এটি অসুখও বটে! এর একমাত্র দাওয়াই হলো প্রিয় মানুষ। ভালোবাসা দিবসে এই গানটি প্রেমজ্বরে ভোগা বা বিরহব্যথায় কাতর মানুষদের জন্য ‘প্যারাসিটামল’-এর মতো কার্যকরী ওষুধ হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর