মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বরিশালে শিক্ষিকা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশাল নগরীর কাশীপুরে হোম ইকোনোমিক্স কলেজ ক্যাম্পাসে এক শিক্ষিকাকে শ্লীলতাহানী এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে অভিযুক্তদের বিচার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মাকরলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নারী শিশু-নির্যাতন, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এবং জেলা মহিলা পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি প্রফেসর শাহ শাজেদা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পদক পুষ্পরানী চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু, শুভঙ্কর চক্রবর্তী ও প্রতীমা সরকারসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা শিক্ষক নির্যাতনকারী হাসনাইন চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর