বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম / ২৫৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

পিরোজপুর প্রতিনিধি : বিশ্ব ভালোবাসা দিবসে পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের পা ধূয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার মিরুখালী স্কুল এণ্ড কলেজ এর আয়্জোনে বিদ্যালয় সম্মুখ মাঠে ব্যাতিক্রমী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত শতাধিক শিক্ষার্থি তাদের মায়েদের পা ধুয়ে মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শণ করে।

এ সময় শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের অবতরানা ঘটে।এতে অংশ গ্রহন করে মিরুখালী স্কুল এণ্ড কলেজ, মিরুখালী নূরানী মাদ্রাসা ও মিরুখালী কিণ্ডারগার্টেনের শিক্ষা প্রতিষ্ঠানের খেলা মাঠে অনুষ্ঠান স্থলে তাদের মায়েদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধূয়ে ভালোবাসা ও সম্মাননা জানায়।

মায়েরা তাদের শিক্ষার্থী সন্তানের মাথায় হাত রেখে আশির্বাদ করে। এ সময় অনুষ্ঠানস্থলে এক অন্যরক এক ভালোবাসা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।শেষে মিরুখালী স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, নারীনেত্রী অ্যাডভোকেট নাসরিন জাহান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার, শিক্ষকা নাসরিন আক্তার, শিক্ষক এটিএম কাওসার, শিক্ষক পারভেজ তালুকদার ও শিক্ষার্থী সৌভিক প্রমুখ।

 

শেষে মায়েদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মিরুখালী স্কুল এণ্ড কলেজ এর ব্যবস্থাপনায় আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান মিরুখালী নূরানী মাদ্রাসা ও মিরুখালী কিণ্ডার গার্টেনে সহস্রাধিক শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করে আসছে। ২০১৮ সাল থেকে এ তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে মা দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে মায়েদের সম্মান জানাতে নানা কর্মসূচির আয়োজন করে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর