বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

উজিরপুরে ফের সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু,আহত ৮

রিপোর্টারের নাম / ৬০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশাল জেলার উজিরপুরে ফের সড়ক দুর্ঘটনায় নিহত-১ জন ও আহত হয়েছে ৮জন। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৮টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডের টোল প্লাজার সামনে একটি বিএমফ পরিবহন এর বাস এবং এর পেছনে একটি নীল রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৭৪৩) দাঁড়িয়েছিল।

এমবস্থায় প্রাইভেট কারটি তার সামনে থাকা বিএমফ পরিবহনকে পিছন থেকে ধাক্কা দেয়। বিএমএফ পরিবহনের হেলপার বাসের ক্ষয়ক্ষতি দেখার জন্য বাম পাশে গাাড়ি দাড় করান। এসময় পয়সার হাট গামী হাসেম এন্ড সন্স এর লোকাল একটি বাস (বরিশাল মেট্রো-ব ১১-০১১১) পেছন থেকে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ ধাক্কার একটি অংশ প্রাইভেট কারের ডান পাশে থাকা ইটের ট্রলিতে লাগে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশের বরিশাল গামী মাহেন্দ্রের (বরিশাল থ ১১-১৩৯৭) উপর ছিটকে পড়ে। দূর্ঘটনার ফলে ৯জন যাত্রী আহত হয়।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক উজিরপুর মডেল থানা, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গুরুতর আহত ২ জনকে এম্বুলেন্স যোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ৭ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এরমধ্যে মাহেন্দ্র গাড়িতে থাকা উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামের ইউসুফ সিকদারের ছেলে বাচ্চু সিকদার পথিমধ্যে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর