কুমিল্লায় গাঁজাসহ দুই ভারতীয় গ্রেপ্তার
কুমিল্লায় গাঁজা-ইয়াবাসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলার কোতোয়ালী মডেল থানার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভারতের ত্রিপুরা সিপাহীজলার সোনামুড়া থানাধীন হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লার কোতোয়ালী মডেল থানার চাঁনপুর গ্রামের গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে গাঁজা-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’