সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। শনিবার রাতে এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালতের যেকোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতা প্রদানের একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিচারকদের দ্বারা বাড়াবাড়ি রোধ করার জন্য এই আইনটি প্রয়োজন।

 

তবে বিরোধীদের দাবি, এই প্রস্তাব পাস হলে সর্বোচ্চ আদালত দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে সরকার বিচারিক নিয়োগের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কঠোর করবে এবং সরকারী সিদ্ধান্ত বা নেসেটের কোনও আইনকে বদলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করবে।

ডভ লেভেংলিক নামের একজন সফটওয়্যার প্রকৌশলী তেল আবিবে রয়টার্সকে বলেছেন, ‘আমি আজ রাতে এখানে ইসরায়েলের গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তরের বিরুদ্ধে প্রতিবাদ করছি। এটি অপমানজনক…।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর