বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে বরিশাল : শিল্পমন্ত্রী

রিপোর্টারের নাম / ৮৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ূন বলেছেন, বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার। দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শিল্পবিপ্লব। বরিশাল যেহেতু ঢাকার নিকটতম তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনা যাচাই করতেই বরিশালে এসেছি।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিসিক একটি গুরুত্বপূর্ণ স্থান। এটা এখন নাকি শহরের মধ্যে এসেছে, আমি জানতাম না। মেয়র সাদিক আব্দুল্লাহর কাছ থেকে আজ জানলাম। সিটির মধ্যে যেহেতু বিসিক তাই এখানে জমির দাম এখন অনেক বেশি। এখানে আইন-কানুনও একটু বেশি প্রাধান্য পায়।

তিনি বলেন, আপনারা বলছেন ট্রেড লাইসেন্স দিচ্ছে না সিটি করপোরেশন। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক নিয়ম এবং আইন মেনে করেন তাহলে অবশ্যই সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স পাবেন এবং সব সুযোগ সুবিধাও পাবেন বলে আমি আশা করি। কারণ প্রতি বছর লাইসেন্স নবায়নে বিসিসির একটা রাজস্ব আদায় হয়।

মন্ত্রী আরও বলেন, বিসিকে কিছু দিন পর পর আগুন লাগে। সেখানে আমরা একটি নতুন শিল্প পার্ক করতে পারি। যাতে আধুনিকায়নের সব সুযোগ সুবিধা বিসিক নগরীতে থাকে।

তিনি বলেন, বিসিকে এখনও অনেক জায়গা পড়ে আছে তা উদ্ধার করে সত্যিকারের যারা ব্যবসায়ী তাদের কাছে হস্তান্তর করতে হবে। আমি জায়গা দিতে পারবো, খালি পড়ে থাকলে চলবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের মেয়র মহোদয়ের অনেক আগ্রহ রয়েছে। তার সঙ্গে সমন্বয় করে ব্যবসা করতে হবে। সমস্যা হলে সরাসরি মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন।

পদ্মা সেতু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাই কাজ করছি। কারণ তিনি বলেছেন, বরিশাল একটি শষ্যভান্ডার। তাই এটাকে ব্যবসায়িক জোন হিসেবে গড়ে তুলতে হবে। এখান থেকেই সরাসরি পণ্য এক্সপোর্ট করতে হবে।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, সচিব শিল্পমন্ত্রনালয় জাকিয়া সুলতানা, সদস্য (সচিব) শিল্প ও শক্তি বিভাগ পরিকল্পনা কমিশন আবদুল বাকী, চেয়ারম্যান বিসিক মুহাঃ মাহবুবর রহমান, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার),বরিশাল বিসিকের বরিশালের উপ মহাব্যবস্থাপক জালিস মাহমুদ , চেয়ারম্যান জেলা পরিষদ বরিশাল একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুসসহ উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ। শুরুতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে শিল্প উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর