বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ শ্লোগান নিয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার সকালে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ জাহাঙ্গীর হোসেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মোঃএবায়দুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারসহ গন্যমান্য নেতৃবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা বক্তৃতা রাখেন। অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।