শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

বরিশাল ইসলামিয়া কলেজ শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের সচেতনতামূলক সভা

রিপোর্টারের নাম / ১৬৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

বরিশাল ইসলামিয়া কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রয়াসে বুধবার (২৫ জানুয়ারী) ইসলামিয়া কলেজ ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ফেরদৌস রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রাসেল, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সাদ্দাম হোসাইন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ তোতা মিয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.আর মুকুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মতবিনিময়েকালে পুলিশ কমিশনার মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় বিএমপি কমিশনার শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন।

উল্লেখ্য, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর