বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

৪৫৯ প্রবাসীর অবৈধ সম্প‌দের খোঁজে দুদক

রিপোর্টারের নাম / ৬২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

মা‌নি লন্ডা‌রিংয়ের মাধ‌্যমে ৪৫৯ বাংলাদেশির বিরু‌দ্ধে দুবাই‌য়ে সম্পদ কেনার অভিযোগ উঠেছে। বিষয়‌টি নি‌য়ে দে‌শের উচ্চ আদালত দুর্নী‌তি দমন কমিশন‌কে তদন্ত করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। তারই প্রেক্ষি‌তে ৪৫৯ প্রবাসীর বিরু‌দ্ধে অনুসন্ধা‌নে নাম‌ছে দুদক। অভিযোগ অনুসন্ধা‌নে ক‌মিশ‌নের প্রধান কার্যালয় থেকে শিগগির একটি বিশেষ টিমও গঠন করা হবে।

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান।

 

তিনি বলেন, দেশ থেকে অর্থপাচার হয়ে থাকলে আমরা কাউকে ছাড় দেব না। আমরা জেনেছি, হাইকোর্ট আমাদের তদন্ত করতে বলেছেন। আদেশটা এখনও হাতে পাইনি। আদেশ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য-উপাত্ত যাচাই করা হবে।

এর আগে, রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দুবাইতে অবস্থানরত ৪৫৯ বাংলাদেশি নাগরিকের সম্পদ ক্রয়ের অভিযোগের বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৩০ দিনের মধ্যে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর