বরিশালে গণশিল্পী সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম সংগীত সংগঠন বাংলাদেশ গণশিল্পী সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গণশিল্পী সংস্থা বরিশালের শিল্পী-কর্মীরা। সোমবার রাতে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক আড্ডা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক দিপ্তী রানী ঘোষ।
সাধারণ সম্পাদক সাংবাদিক সাঈদ পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কাজল ঘোষ, ছড়াকার অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহ-সভাপতি বিনয় ভূষন মন্ডলকে, শুভংকর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, মিজানুর রহমান, মিন্টু কুমার কর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান সোহেল রানা, সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক সঞ্জয় হালদার, বানারীপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জ্যোর্তিময় রায়, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিচ, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ, প্রচার সম্পাদক শাকিল আহমেদ, চন্দন দাস, বাবুল আজিজ, সম্ভিত সরকার, ঋধিতা শৈলী ঋদ্ধ রোজা প্রমুখ।