বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

নিজ বাড়িতে চিরনিন্দ্রায় শায়িত সাংবাদিক মাসুদ রানা

রিপোর্টারের নাম / ৫৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাসুদ রানার মরদেহ শরিয়তপুরের জাজিরা পয়েন্টের দক্ষিণ থানা থেকে গ্রহণ করেছে তার পরিবার। মঙ্গলবার মাগরিবের পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সাংবাদিক মাসুদ রানা পরোপকারী ও খুবই সাদাসিধে মানুষ ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার ও তার বন্ধুমহলে।

প্রসঙ্গত, পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন জাজিরা প্রান্তে সোনালী ব্যাংক মোড়ে এলপি গ্যাসবোঝাই ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

সোমবার রাত সাড়ে ৪টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী রোগীবহনকারী অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছন থেকে ধাক্কা মারে এবং ট্রাকের নিচে ঢুকে যায়। এসময় রোগী তার স্বজন, অ্যাম্বুলেন্সচালকসহ সবাই নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর