সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে পাঠ সমাপনী অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমাদেরকে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। সফলতার জন্য শুধুমাত্র একাডেমিক শিক্ষা যথেষ্ঠ নয়। এজন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। নিজেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরিতে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই।

সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সাথে জীবনকে পরিচালিত করতে হবে। নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশের কল্যাণে, মানুষের কল্যানে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে ‘সমাপনী সম্ভাষণ ২০২৩’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য।

বাংলা বিভাগের সভাপতি উন্মেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদারসহ বিভাগের শিক্ষকমন্ডলী, বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কামরুল ও শাহাজাদী। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর