অটোরিকশা উল্টে নারী আইনজীবীর মৃত্যু
সিলেটে অটোরিকশা দুর্ঘটনায় এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলাধীন চানভরাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।
ফারহানা বেগম জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য ইসরাফিল আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের কাজ শেষে জগন্নাথপুরের উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওয়ানা হন ফারহানা বেগম। চাঁনভরাং এলাকায় যাওয়ার পরে অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ফারহানাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হলে শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।