দুই পক্ষই সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় দুটি গ্রুপ রয়েছে। প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারীরা ও দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন।’
দুই পক্ষই সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমার কাজ শেষ করবে আশা প্রকাশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমার মনে হয়, তাদের মধ্যে নতুন করে ভুল বোঝাবুঝি হবে না। দুই পক্ষই সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করবেন।’
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিদেশি মেহমানদের জন্য আগের মতোই সুযোগ সুবিধা থাকবে। প্রথম পর্ব শেষে মেহমানদের জন্য হাজী ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।’
তিনি বলেন, ‘যোবায়ের পন্থী অনুসারীদের আগামী ১৬ তারিখ সকাল ১১টার মধ্যে ইজতেমা মাঠ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
নিরাপত্তার বিষয়ে মন্ত্রী আরো বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সাইবার নিরাপত্তার বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেন সাইবার ক্রাইমের কোনো ঝুঁকি না থাকে।’
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ পাড়ে প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।