বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরাট কুয়া, পর্যটকের ভোগান্তি

রিপোর্টারের নাম / ৮৪ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে বেলাভূমি থেকে ড্রেজার মেশিনে বালু কেটে বিরাট গর্ত করে দেয়া হয়েছে। ফলে পর্যটকসহ দর্শনার্থীদের কুয়ায় পড়ে আহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলা সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।

সৈকতের এমন ক্ষতি করছে সৈকত লাগোয়া সরদার গেস্টহাউস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা। রবিবার রাতে এমন ক্ষতি করা হয়েছে সৈকতের।

স্থানীয়রা জানান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী নুর মোহাম্মদ রাতের বেলা বিরাট কুয়া করে বালু কেটে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে লাগিয়েছেন। ইতোপূর্বে এমন কাজ করে ওই কর্মীরা। এব্যাপারে তারা গণমাধ্যমকে কিছু জানাতে অস্বীকার করেছেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দীক জানান, তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর