আফগানিস্তানে এনজিওতে কর্মরত নারীদের কর্মস্থলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা
আফগানিস্তানে স্থানীয় ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধে নির্দেশনা জারি করেছে তালেবান। এ সংক্রান্ত চিঠি এনজিওগুলোর কাছে পাঠিয়েছে আফগান অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলরহমান হাবিব জানিয়েছেন, নারী কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ কেউ কেউ নারীদের জন্য নির্ধারিত ইসলামিক পোশাকবিধির প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেনি।
এই নির্দেশনা জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। আফগানিস্তানে জাতিসংঘের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন প্রকল্পে নিয়োজিত আছেন।
এর আগে, মঙ্গলবার নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তালেবান। এর একদিন পর বুধবার নিরাপত্তা রক্ষীরা শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়। আফগান শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরিবেশের মূল্যায়ন করেছেন এবং ‘উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি স্থগিত থাকবে।’