বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শতভাগ পাসের তালিকায় ৯০৯ শিক্ষা প্রতিষ্ঠান

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৯০৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪১টি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে। বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

২০১৮ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস ছিল ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯০৯ এ দাঁড়িয়েছে। গত বছর ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। তবে এবার এই সংখ্যা কমে ৪১টিতে দাঁড়িয়েছে।

২০১৮ সালের তুলনায় এ বছর বেশি সংখ্যক প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ৮ হাজার ৯৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৯৪৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর