বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

বাছাই নয়, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

রিপোর্টারের নাম / ৮৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে শেষ করেছে বাংলাদেশ। তাতে শঙ্কা জাগে ২০২৪ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে। তবে শঙ্কার কিছু নেই, চব্বিশে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। শুধু তাই নয় বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানও সরাসরি অংশ নেবে।

রোববার (৬ নভেম্বর) রাতে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইসএপিএন ক্রিকইনফোও বিষয়টি নিশ্চিত করেছে।

চব্বিশে বিশ্বকাপ হবে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশ হিসেবে তারা সরাসরি খেলবে। এ ছাড়া চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ওয়ান ও গ্রুপ টুর সেরা আট দল খেলবে সরাসরি। আর র‌্যাংকিং থেকে খেলবে দুই দল।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। আর আফগানিস্তানের দশম স্থান। র‌্যাংকিং থেকে এই দুই দল খেলবে সরাসরি। আর সুপার টুয়েলভের দলগুলো হলো— ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ তাদের সেরাটা খেলতে পারেনি। দুটি জয় অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। ভারতের বিপক্ষে লড়াই করলেও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তা পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর