বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সোহাগ গাজীর অলরাউন্ড পারফরম্যান্সে জিতল বরিশাল

রিপোর্টারের নাম / ৭৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

প্রথম রাউন্ডে ড্রয়ের পর দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিল বরিশাল বিভাগ। তাদের জয়ের নায়ক স্পিন অলরাউন্ডার সোহাগ গাজী। ডানহাতি অফস্পিনার বল ও ব্যাট হাতে সমান তালে পারফর্ম করছেন।

খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ৭৩ রানের ইনিংসের পর বল হাতে ১ উইকেট পেয়েছেন। তাতে খুলনাকে ৭১ রানে হারিয়ে লিগে প্রথম জয় পেয়েছে বরিশাল।

 

বৃহস্পতিবার মোহাম্মদ আশরাফুল ৫৫ ও সোহাগ গাজী ৬৪ রানে দিনের খেলা শুরু করেছিলেন। বেশিদূর যায়নি তাদের ইনিংস। আশরাফুল কোনো রান যোগ না করেই জিয়াউর রহমানের বলে এলবিডব্লউ হন। সোহাগ গাজীকে ৭৩ রানে থামান বাঁহাতি স্পিনার টিপু সুলতান।

বরিশালের পরের ব্যাটসম্যানরা দলের হাল ধরতে পারেননি। ২১২ রানে থেমে যায় তাদের ইনিংস। ৩৫ রানের লিডসহ তারা খুলনাকে ২৪৮ রানের টার্গেট ছুঁড়ে দেয়। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৭৬ রানেই গুটিয়ে যায় খুলনা।

অধিনায়ক ইমরুল দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। এছাড়া নাহিদুল ১৯, শেখ মেহেদী ২৪ রান করেন। বল হাতে বরিশালের সেরা স্পিনার তানভীর ইসলাম। ৭৮ রানে ৪ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ৩ উইকেট পেয়েছেন পেসার মঈন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর