শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

বরিশালে উদ্বোধনের অপেক্ষায় নতুন সমাজসেবা কমপ্লেক্স

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে শেষ করা হয়েছে ১১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে বরিশাল নগরীর রূপাতলীতে ৬ তলা বিশিষ্ট নির্মাণাধীন জেলা সমাজসেবা কমপ্লেক্স-এর কাজ। ইতিমধ্যে ভবনটির মুল কাজ শেষ হয়েছে। এখন শুধু বাকি রয়েছে বিদ্যুৎ সংযোগ এবং লিফটের কাজ। ভবন নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান পলি ইঞ্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারি মো. আকবরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি- ফেব্রয়ারি মাসে ভবনের মুল কাজ শেষ করা হয়েছে। আগামী জুন মাসে বাজেট পেলে বিদ্যুৎ সংযোগ এবং লিফটের কাজ করানো হবে। এ কাজ শেষ হলেই জুলাই মাসে ভবনটি সংশ্লিষ্ট দপ্তরের নিকট বুঝিয়ে দেয়া হবে।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬ তলা বিশিষ্ট ভবনটিতে জিওবি-এর অর্থায়নে প্রকল্পটির আওতায় একাধিক অফিস কক্ষ, ডরমিটরি ভবন, হলরুম, গেস্টরুম, আরসিসি রোড, বাউন্ডারি ওয়াল ও কমপ্লেক্স’র অভ্যন্তরে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বরিশাল গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৮ফেব্রুয়ারি বরিশাল ও পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাসসহ ৮৯ উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নগরীর রূপাতলী বাসস্টান্ড সংলগ্ন প্রায় ১১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ জেলা সমাজসেবা কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পর সমাজ সেবা অধিদপ্তরের চাহিদা মোতাবেক নির্মাণ করা শুরু করা হয়।

বরিশাল গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, ভবনটির নির্মাণ কাজ শুরুর সময় দু একটি ঝামেলা হওয়ায় নির্দিষ্ট সময়রে ভিতরে কাজ শুরু করা যায়নি। তবে ঝুট ঝামেলা শেষ করেই ভবনের নির্মাণ কাজ আজ শেষ পর্যায়। তিনি বলেন , ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আশা করি শ্রীর্ঘরই সংশ্লিষ্ট দপ্তরের কাছে ভবনটি বুঝিয়ে দিতে পারবো।

এব্যপারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার জানান, আগামী জুনের মধ্যে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের কাজ সম্পন্ন হবে। এর পর আগামী এক-দুই মাসের ভিতরে এ ভবনের উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে প্রস্তাব পাঠানো হবে। সেখান থেকে উদ্বোধনের নিদিষ্ট সময়ে জানা যাবে। উপ-পরিচালক আল মামুন তালুকদার বলেন, এখানে জেলা ও মহানগর কার্যলয়ের সকল প্রশিক্ষণ ও প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের যে কোন সেবাসহ অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশুদের অভিভাবকদের শিশুর প্রাত্যহিক লালন পালনের প্রশিক্ষণ দেয়াসহ নানা রকম সেবা ব্যবস্থা প্রদান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর