বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

রাজধানীতে ছুরিকাঘাতে বরিশালের ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম / ৬৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকায় দোকান বসানো নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ভাই মো. বাবু মিয়া (১৮) ও সাবু মিয়া (১৪)।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ৭টায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সাইফুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের আরেক ভাই রুবেল জানিয়েছেন, বাড্ডার সাঁতারকুল এলাকায় তাদের একটি মুদি দোকান রয়েছে। তিনি জানান, তাদের দোকানের পাশে একই ধরনের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দোকান বসানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার সাহেবের হাট টুঙ্গীবাড়িয়া গ্রামে। নিহত সাইফুলের বাবার নাম আব্দুল খালেক হাওলাদার। বর্তমানে দোকানের পাশে তাদের বাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর