সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ক্রিকেটার মোশাররফ রুবেলকে

রিপোর্টারের নাম / ৩০১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

কিছুদিন আগে গুঞ্জন বেরিয়েছিল জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন। অথচ গুঞ্জনটাই কিনা এখন বাস্তবে পরিণত হলো! আজ দুনিয়ার মায়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন বাঁহাতি স্পিনার। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত শুক্রবার বাসায় নেওয়া হয়েছিল তাঁকে।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে আবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন ৪০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। আজ আজকের পত্রিকাকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সদ্যপ্রয়াত রুবেলের স্ত্রী ফারহানা রূপা চৈতি। বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন রুবেল।

রুবেলের বাঁচার যুদ্ধ শুরু হয় ২০১৯ সালের মার্চে। ব্রেন টিউমার ধরা পড়ে তাঁর। লম্বা সময় ধরে লড়াই করছিলেন তিনি। অস্ত্রোপচার করানোর পর সুস্থ হয়ে উঠেছিলেন রুবেল। গত জানুয়ারিতে পুরোনো ব্যাধিতে নতুন করে আক্রান্ত হন তিনি। পুনরায় শুরু হয় কেমোথেরাপি। গত মাসের মাঝামাঝিতে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যন্ত নেওয়া হয় রুবেলকে। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দেশের ক্রিকেটের প্রায় সব মহল। চিকিৎসায় চিকিৎসার ব্যয় তাতে কিছুটা হলেও সংকুলান হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন রুবেল। অথচ আগামী সপ্তাহে আবার কেমোথেরাপি নেওয়ার কথা ছিল তাঁর।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল। ৪০ বছর বয়সী রুবেল বাংলাদেশ দলের হয়ে ৫টি ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া ব্যাট হাতে করেন ২৬ রান। জাতীয় দলে নিয়মিত হতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার ৷ ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ২৭২টি ম্যাচ খেলেছেন বাঁহাতি স্পিনার।

দেশের ক্রিকেটে আজ বড় একটা শোকের দিন। সকালে বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান সামির মৃত্যুর খবর এসেছে। ৬৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন সামি। সেই ধাক্কাটা সামাল দেওয়ার আগেই রুবেলের মৃত্যুর সংবাদ। জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর