বরিশালে মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক এর অডিশনে ইয়েস কার্ড পেল ২২ জন
বরিশালে দেশে প্রথমবারের মত ফোক গানের মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক বরিশাল বিভাগের প্রাথমিক নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়েছে ।
বরিশাল নগরীর শিল্প কলা একাডেমী মিলনায়তনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে বরিশাল বিভাগের অডিশন । বরিশাল ,পটুয়াখালী ,ঝালকাঠি ,পিরোজপুর,বরগুনা এবং ভোলা জেলার ফোক শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় এই অডিশন ।
এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফার তত্বাবধানে আবৃত্তি শিল্পী রাখী শান্তনীর উপস্থাপনায় ফোক গানের মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক বরিশাল বিভাগের অডিশনে বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী জহিরুল ইসলামসোহেল, ললিত দাস ,অরচনা বিশ্বাস ,নাসের জামাল ও সুধীর তালুকদার ।
সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের রেজিষ্ট্রেশন শেষে সিরিয়াল অনুষায়ী অডিশন নেয়া হয় শতাধিক অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ৫ জন বিচরক প্যানেল ২২ জনকে ইয়েস কার্ড প্রধান করেন ।
ইয়েস কার্ড প্রাপ্তরা পরবর্তী প্রতিযোগীতার জন্য ঢাকায় ২য় ধাপের প্রতিযোগীতায় অংশগ্রহনের সুযোগ পাবে । বিচারক প্যানেল ইয়েস কার্ড প্রাপ্তদের চুড়ান্ত প্রতিযোগীতায় যেন বরিশাল বিভাগের পক্ষথেকে বিজয় ছিনিয়ে আনতে পারে তার জন্য অধিকতর অনুশীলন করে নিজেকে প্রস্তুত করার পরামর্শ প্রধান করেন ।