বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

কলাপাড়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল ২২০ নৌকা

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে রঙ-বেরঙয়ের ২২০টি নৌকা স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীকে। সোমবার (২১ মার্চ) বেলা ১০.৪২ মিনিটে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয়।

পরে ১১.১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী।

এ সময় নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবনাচার। নৌকায় গান পরিবেশনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এ সময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এ ছাড়া প্রধানমন্ত্রীকে তার মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারণ করতে দেখা যায়।

এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদীর মোহনায় সারিবদ্ধভাবে রাখা হয়। এর মধ্যে ১শ নৌকা ছিল পালতোলা, ১শ নৌকায় ছিল প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিল নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রঙ-বেরঙয়ের পোশাকে ৪জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান

এরপর ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর