বিসিসির তিন সার্ভেয়ারকে মারধর, থানায় মামলা দায়ের
বরিশাল নগরীর শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনের গেটের বাসিন্দা মো: মাসুদ তিনতলা ভবনের প্ল্যান পাস করিয়েছেন।
কিন্তু প্ল্যানে যেসব স্থানে জমি ছেড়ে নির্মাণকাজ করার কথা তিনি তা করছেন না। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে ভবন নির্মাণ বন্ধ করা অথবা প্ল্যান অনুযায়ী কাজের নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি নোটিশের তোয়াক্কা না করে নির্মাণ চালিয়ে যান।
ভবন উত্তোলনে গড়মিল পরিমাপ করতে আসা বরিশাল সিটি করপোরেশনের তিন সার্ভেয়ারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে এক বাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে পুলিশে দিয়েছে নগর কর্তৃপক্ষ।
সোমবার বিকালে হামলায় আহতরা হলেন সার্ভেয়ার কাওসার হোসেন, আইউব আলী ও মাসুম বিল্লাহ।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরীর শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনের গেটের বাসিন্দা মো: মাসুদ তিনতলা ভবনের প্ল্যান পাস করিয়েছেন। কিন্তু প্ল্যানে যেসব স্থানে জমি ছেড়ে নির্মাণকাজ করার কথা তিনি তা করছেন না।
এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে ভবন নির্মাণ বন্ধ করা অথবা প্ল্যান অনুযায়ী কাজের নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি নোটিশের তোয়াক্কা না করে নির্মাণ চালিয়ে যান।
এ ঘটনায় বিকেল তিন টার দিকে তিন সার্ভেয়ারকে নির্মিত ভবন মাপজোখ করতে পাঠানো হয়। কিন্তু মাসুদ তাদেকে একটি কক্ষে আটকে এলোপাতাড়ি কিলঘুষি এবং লাথি মারেন। এতে দুই জন সার্ভেয়ারের নাক থেকে রক্ত বের হয়।
আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদকে আটক করে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘৩ সার্ভেয়ারের উপর হামলার অভিযোগে বাড়ির মালিক ইউনুস আলীকে পুলিশে সোপর্দ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ২ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বরিশাল সিটি কর্পোরেশনের এষ্ট্রেট অফিসার সানজিদ।