বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২১ মার্চ, ২০২২

ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে (১২) তাঁর নিজ ঘরে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাতে মেয়েটির বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হয়। এ সুযোগে মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোড়পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিকেলে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে। ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মামুন সদর উপজেলার পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরীর বাবা বলেন, ধর্ষণের ফলে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে রাতেই ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রবিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ জঘন্য কাজে যারা জড়িত পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুই যুবককে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধর্ষণের আলামতের পেয়েছে বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। রবিবার দুপুরে তাদের আদালতের মধ্যেমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর