শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, নেই দিবালা

রিপোর্টারের নাম / ২২৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৯ মার্চ, ২০২২

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ৩৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। তবে এবার তিনি খেলবেন জাতীয় দলের জার্সিতে।

নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলার এবার খেলতে পারছেন না। তারা হলেন-এমিলিয়ানো মার্টিনেজ, জিও লো সেলসো, ক্রিশ্চিয়ানো রোমেরো এবং এমিলিয়ানো বুন্দেয়া।

দলে একপ্রকার চমক হিসেবে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড যুব দলের ১৭ বছরের তরুণ আলেহান্দ্রো গারেঞ্চো। তবে জায়গা হয়নি জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার।

জায়গা ধরে রেখেছেন ব্রাইটনের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাস বুয়ে।

আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলবে এই পর্বের শেষ ম্যাচ। শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুস্সো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল, হুয়ান ফয়েত, নাউয়েল মোলিনা, হেরমান পেস্সেইয়া, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেস, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, লুকা রোমেরা, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভালেন্তিন কারবোনি, আলেহান্দ্রো গারেঞ্চা, নিকোলাস পাস, তিয়াগো জেরালনিক, মানুয়েল লানসিনি।

ফরোয়ার্ড: আনহেল কোররেয়া, মাতিয়াস সুলে, লুকাস ওকাম্পোস, আনহেল ডি মারিয়া, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লিওনেল মেসি, লুকাস বোয়ে, লতারো মার্টিনেস ও হুলিয়ান আলভারেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর