সর্বশেষ আপডেট
বরিশালে কলেজ ছাত্র নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শামীম আহমেদ ॥ বরিশালে সড়কে কলেজ ছাত্র নাদিম হত্যার বিচার ও নিরাপত্তা সড়কের দাবিতে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থী হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লামিয়া সায়মুন সহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলো নাদিম। তার পরীক্ষার কেন্দ্র ছিলো বিএম কলেজে। বিকেল পরীক্ষা শেষে নিজ মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন নাদিম।
পথিমধ্যে বেপরোয়াগতির একটি প্রাইভেট কার নাদিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাদিম মৃত্যু হয়। তাই আমরা নাদিম হত্যার বিচারের দাবি ও ঘাতক চালককে দ্রুত আটক করাসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর