বরিশালে দোল উৎসবে মাতল তরুণ-তরুণীরা
বরিশাল নগরীর শীতলাখোলায় দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাঞ্চন উদ্যানের সামনে সকাল ১০টা থেকে এ উৎসব শুরু হয়। বিভিন্ন এলাকার শত শত তরুণ-তরুণী এতে অংশ নিয়ে হোলি খেলায় মেতে উঠেন।
ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব হয়ে থাকে। পঞ্জিকার হিসাবমতে শুক্রবার এই উৎসবের দিন। তবে একদিন আগেই শীতলাখোলা যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হোলি খেলায় মেতেছেন।
অংশ নেয়া ব্যক্তিরা বলেন- করোনায় টানা দুই বছরে দোল উৎসব তারা উদযাপন করতে পারেননি। এবার তাই উৎসবে অংশ নিতে পেয়ে বেশ উপভোগ করছেন।
এ উৎসবের অন্যতম উদ্যোক্তা স্বাগতা দাস বলেন, প্রায় দুই মাস আগে থেকেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করি। টি-শার্ট বিতরণের কাজ বুধবার শেষ করি। দোল উৎসবে বাড়তি আনন্দ দিতে চারজন ডিজেও ছিল এখানে। রঙের খেলায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা।