চলন্ত ট্রেনে আগুন, চালক-ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা যাত্রীদের
রাজধানীর কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুরমা মেইল ট্রেনের ইঞ্জনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনের ইঞ্জিন রুমে ধোঁয়া দেখতে পেয়ে চালক বিষয়টি দ্রুত কন্ট্রোল রুমে জানান। এরপর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে তেজগাঁও স্টেশন পার হওয়ার পর ট্রেনটিতে আগুন লাগে। তবে ক্যান্টনমেন্ট স্টেশনে যাওয়ার পর আধা ঘণ্টার চেষ্টায় তা নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা।
অগ্নিকাণ্ডে ট্রেনের ইঞ্জিন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তারা।
ফায়ার সার্ভিস জানায়, ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার পর তেজগাঁও স্টেশনে যাওয়ার আগেই ইঞ্জিন রুমে ধোঁয়া দেখতে পান চালক। বিষয়টি তিনি কন্ট্রোল রুমে জানানোর পর লাইন ক্লিয়ার করে দ্রুত তা ক্যান্টনমেন্টন স্টেশনে নিতে বলা হয়। রাত পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছানোর কিছু আগেই পুরো ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়ে। এর পর আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নেভায়।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে আগে থেকেই তাদের তিনটি ইউনিট ক্যান্টনমেন্ট স্টেশনে প্রস্তুত ছিল। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর কিছু আগেই ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।